ভয়াবহ আগুন বাংলাদেশে, মৃত ৪৩

Must read

ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশে (Bangladesh Fire)। ঢাকার একটি বহুতলে আগুন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৩ জনের। জখম হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতের দিকে এই অগ্নিকাণ্ডের (Bangladesh Fire) ঘটনা ঘটে। একটি বহুতলের প্রথম ও দ্বিতীয় তলে আগুন লাগার পর দ্রুত বহুতলটিতেই তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌছয় দমকলের ১৩টি ইঞ্জিন। আগুন লাগার খবরে আতঙ্কে অনেকেই বাড়িটির ছাদে আশ্রয় নেয়। অনেকেই উপর থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে।

আরও পড়ুন-যুদ্ধের মধ্যেই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

দমকলের এক জানিয়েছেন, একটি বিরিয়ানির দোকানে প্রথম আগুনটি লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে যায়। বহুতলটির ভিতর থেকে মোট ৭৫ জনকে জীবিত অবস্থায় বাইরে বার করে আনা গিয়েছে। এদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

Latest article