বঙ্গ

তৃণমূলের মহিলাদের সংঘবদ্ধ শপথ: টানা ৪৫ দিনের কর্মসূচি, পাড়ায় বৈঠক, তুমুল উৎসাহ

প্রতিবেদন : কেন্দ্রের বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনে নামছে তৃণমূল (Trinamool Congress)। তৃণমূল মহিলা কংগ্রেস সেই লক্ষ্যে টানা ৪৫ দিনের কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে চলবে সেই ‘সংঘবদ্ধ শপথ’ কর্মসূচি।
এদিন তৃণমূল ভবনে বৈঠকের পর মালা রায়, অর্পিতা ঘোষ, কৃষ্ণা চক্রবর্তীকে পাশে নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩৫টি সাংগঠনিক জেলায় ধারাবাহিক এই কর্মিসভা চলবে। ব্লকস্তরের নেতৃত্বকে নিয়ে সংঘবদ্ধ শপথ গ্রহণ করবে তৃণমূল। একইসঙ্গে চলবে পাড়ায় বৈঠক কর্মসূচি। একটি অঞ্চলে তিনটি করে বৈঠক হবে। রাজ্যে তিন হাজারের বেশি অঞ্চল রয়েছে। সেই নিরিখে রাজ্যে মোট ১০ হাজার সভা হবে। সেখানে প্রতি সভায় ৫ থেকে ৬ জন নতুন সদস্যকে সংযোজিত করার টার্গেট দেওয়া হয়েছে। এই হিসেবে ৫০-৬০ হাজার নতুন মহিলা সদস্য দলে অন্তর্ভুক্ত হবেন। চন্দ্রিমা ভট্টাচার্য একইসঙ্গে ঘোষণা করেন, বিজেপির নারী-বিদ্বেষের বিরুদ্ধে ‘চলো পাল্টাই’ ব্যানারে মিছিল হবে। অঞ্চলগুলিতে তিনটি করে মিছিল হবে। মিছিল হবে জেলাগুলিতেও।
তিনি আরও জানান, নির্বাচন অবশ্যই ফ্যাক্টর। তবে আমরা শুধু নির্বাচনের কথা ভাবি না। আমাদের কর্মসূচি চলতেই থাকে। এই কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই কেন্দ্রের বিজেপি সরকার নারী-বিদ্বেষী। তারা মহিলাদের ব্যবহার করে ভোটের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দেন। স্বাস্থসাথী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনে মহিলাদের সম্মানত করেছেন তিনি। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই বৈঠকে রাজ্য মহিলা নেতৃত্ব ছাড়াও ছিলেন সমস্ত সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীরা।

আরও পড়ুন- সিবিএসই ও আইসিএসই-র ধাঁচেই এবার উচ্চমাধ্যমিকের সিলেবাস

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

2 minutes ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

34 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

54 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago