তৃণমূলের মহিলাদের সংঘবদ্ধ শপথ: টানা ৪৫ দিনের কর্মসূচি, পাড়ায় বৈঠক, তুমুল উৎসাহ

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বিদ্বেষমূলক রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনে নামছে তৃণমূল (Trinamool Congress)। তৃণমূল মহিলা কংগ্রেস সেই লক্ষ্যে টানা ৪৫ দিনের কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ২২ ডিসেম্বর থেকে ৬ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে চলবে সেই ‘সংঘবদ্ধ শপথ’ কর্মসূচি।
এদিন তৃণমূল ভবনে বৈঠকের পর মালা রায়, অর্পিতা ঘোষ, কৃষ্ণা চক্রবর্তীকে পাশে নিয়ে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩৫টি সাংগঠনিক জেলায় ধারাবাহিক এই কর্মিসভা চলবে। ব্লকস্তরের নেতৃত্বকে নিয়ে সংঘবদ্ধ শপথ গ্রহণ করবে তৃণমূল। একইসঙ্গে চলবে পাড়ায় বৈঠক কর্মসূচি। একটি অঞ্চলে তিনটি করে বৈঠক হবে। রাজ্যে তিন হাজারের বেশি অঞ্চল রয়েছে। সেই নিরিখে রাজ্যে মোট ১০ হাজার সভা হবে। সেখানে প্রতি সভায় ৫ থেকে ৬ জন নতুন সদস্যকে সংযোজিত করার টার্গেট দেওয়া হয়েছে। এই হিসেবে ৫০-৬০ হাজার নতুন মহিলা সদস্য দলে অন্তর্ভুক্ত হবেন। চন্দ্রিমা ভট্টাচার্য একইসঙ্গে ঘোষণা করেন, বিজেপির নারী-বিদ্বেষের বিরুদ্ধে ‘চলো পাল্টাই’ ব্যানারে মিছিল হবে। অঞ্চলগুলিতে তিনটি করে মিছিল হবে। মিছিল হবে জেলাগুলিতেও।
তিনি আরও জানান, নির্বাচন অবশ্যই ফ্যাক্টর। তবে আমরা শুধু নির্বাচনের কথা ভাবি না। আমাদের কর্মসূচি চলতেই থাকে। এই কর্মসূচির মাধ্যমে আমরা জানাতে চাই কেন্দ্রের বিজেপি সরকার নারী-বিদ্বেষী। তারা মহিলাদের ব্যবহার করে ভোটের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্মান দেন। স্বাস্থসাথী থেকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনে মহিলাদের সম্মানত করেছেন তিনি। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই বৈঠকে রাজ্য মহিলা নেতৃত্ব ছাড়াও ছিলেন সমস্ত সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রীরা।

আরও পড়ুন- সিবিএসই ও আইসিএসই-র ধাঁচেই এবার উচ্চমাধ্যমিকের সিলেবাস

Latest article