অভিষেকের ট্যুইট ‘বুম’

Must read

প্রতিবেদন : শুক্রবার একটি ছোট্ট ট্যুইটে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কারও নাম না করে বিচারব্যবস্থার একাংশ যেভাবে রাজনৈতিক সিদ্ধান্তের ও চাপের কাছে নিজেদের সঁপে দিচ্ছে তার রূঢ় বাস্তবটা ফের এক ঝটকায় সামনে এনে দিলেন। কী লিখেছেন অভিষেক (Abhishek Banerjee)? তিনি আসলে সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কাউল-এর বলা কয়েকটি লাইন নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন। তাতেই হইচই। লেখার শুরুতেই তাই তিনি লিখেছেন, ‍‘বুম’ শব্দটি। অবসরের দিন সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কাউল আমজনতার মনের কথাই বলে গেলেন। বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে যেভাবে পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে, তাতে আসলে একজন বিচারপতি হিসেবে সংবিধানকে রক্ষা করতে ন্যায় বিচারের যে শপথ নেন তা থেকে সরে যাচ্ছেন। মোটেই তা কাম্য নয়। তাঁর স্পষ্ট বক্তব্য, বিচারপতিরা নিজেরাই যদি এই দৃঢ়তা দেখাতে না পারেন তবে প্রশাসনের কাছেও তা আশা করা যায় না।

আরও পড়ুন- তৃণমূলের মহিলাদের সংঘবদ্ধ শপথ: টানা ৪৫ দিনের কর্মসূচি, পাড়ায় বৈঠক, তুমুল উৎসাহ

Latest article