চিনের ইউনান প্রদেশে ভয়াবহ ভূমিধস (China Landslide)। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৭ জনের। ভূমিধসের (China Landslide ) জেরে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে সে দেশের প্রশাসন। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে।
আরও পড়ুন: স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের বাজার ধরতে ১২ মউ রাজ্যের
ইউনান প্রদেশের ঝাওটং শহরে শূন্যের নিচে তাপমাত্রায় এখনও চলছে উদ্ধার কাজ। প্রবল ঠান্ডা এবং তুষারপাতের জেরে উদ্ধারকারী দলকে বাধার মুখে পড়তে হচ্ছে। ভূমিধসের ঘটনার পরই ওই এলাকা থেকে ৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।