স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের বাজার ধরতে ১২ মউ রাজ্যের

Must read

প্রতিবেদন : সরস মেলা বিক্রির দিক থেকে দেশের সেরা হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি নানাবিধ হস্তশিল্প নিয়ে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দিতে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলার আয়োজন হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের বিশ্ববাজার ধরতে এই দফতর ১২টি মউ (MoU) স্বাক্ষর করেছে হস্তশিল্প বিক্রিতে আগ্রহী বেশ কয়েকটি সংস্থার সঙ্গে। সৃষ্টিশ্রী মেলা শুরু হয়েছে দুর্গাপুর, মালদহ ও মেদিনীপুরে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও উত্তর ২৪ পরগনার হস্তশিল্পীরা তাঁদের পসরা নিয়ে হাজির থাকছেন দুর্গাপুরের মেলায়। দুর্গাপুর হাটের স্থায়ী স্টলগুলিকে এর জন্য ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উন্নত মানের শিল্পসামগ্রী নিয়ে বিশেষ প্রদর্শনী ও প্যাভিলিয়ন করার পরিকল্পনাও আছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘রাজ্যে স্বনির্ভর দলের সংখ্যা ১১ লক্ষ ৬০ হাজার। সংখ্যাটি অন্য সব রাজ্যের থেকে বেশি। এখন বহু গোষ্ঠীই উন্নত মানের যেসব হস্তশিল্প তৈরি করছে বিদেশেও তার চাহিদা আছে। আন্তর্জাতিক বাজার ধরতে তাই বিভিন্ন সংস্থার সঙ্গে ১২টি মউ স্বাক্ষর হয়েছে। এর পাশাপাশি রাজ্যে আঞ্চলিক বাজার বাড়াতে আমরা রিজিওনাল সৃষ্টিশ্রী মেলা করছি। এই মেলায় মানুষ যেমন আয় করবেন, তেমনি দুর্গাপুরের মানুষ বাঁকুড়ার টেরাকোটা, পুরুলিয়ায় মুখোশ, বীরভূম-কাটোয়ার কাঁথাস্টিচ কিনতেও পারবেন। বাংলার নানা প্রান্তের হস্তশিল্প বিক্রিতে আগ্রহী বিপণন সংস্থাগুলির চুক্তির (MoU) ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট লাইভলিহুড মিশনের সাহায্য নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর হওয়ায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত জিনিস এখন জনপ্রিয় বিপণি অ্যাপগুলির মাধ্যমেও বিক্রি হচ্ছে। সৃষ্টিশ্রী মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন- ১৬ ফেব্রুয়ারি দেশ জুড়ে গ্রামীণ ধর্মঘট ডাকল সংযুক্ত কিসান মোর্চা

Latest article