প্রতিবেদন : শুরু হওয়ার একমাসের মধ্যেই রাজ্যের পাঁচ কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গেল দুয়ারে রেশন প্রকল্পের সুফল। এই সময় প্রকল্পের আওতায় পাঁচ কোটিরও বেশি মানুষের কাছে রেশনের খাদ্যশস্য পৌঁছে দিয়েছে খাদ্য দফতর।
আরো পড়ুন : মেগা প্রার্থীরা হালকা চালে
এই সাফল্যকে তুলে ধরে ট্যুইট করা হয়েছে তৃণমূলের তরফে। সেখানে বলা হয়েছে ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিশ্রুতি রক্ষার জন্য পরিচিত। এটাই দিদির বিশ্বাসযোগ্যতার প্রমাণ। তিনি কোনওদিন কথা রাখতে পিছপা হন না।’ গত ১৫ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা রাজ্যের রেশন ডিলারদের উপস্থিতিতে দুয়ারে রেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে একদিকে উপভোক্তাদের পরিষেবা যেমন বাড়ানো হয়েছে, তেমনই উপকৃত হয়েছেন রেশন ব্যবস্থার সঙ্গে যুক্তরাও। বিপুল কর্মসংস্থানের পথও খুলে গিয়েছে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে। রাজ্যের ২১ হাজার ডিলারকে রেশন বণ্টনের গাড়ি কেনার জন্য এক লক্ষ টাকা করে ভরতুকি দিচ্ছে রাজ্য। পাশাপাশি খাদ্যশস্য বণ্টনে রেশন ডিলারদের সহায়তার জন্য দু’জন করে লোক নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তাঁদের বেতন বাবদ খরচের অর্ধেক বহন করবে রাজ্য সরকার। এর ফলে প্রায় ৪২ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এদিন তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার রেশন ডিলারদের রেশন বণ্টনের জন্য গাড়ি কেনার প্রায় ২১ হাজার টাকা করে দিয়েছে। রেশন নিয়ে কোনও অভিযোগ থাকলে সাধারণ মানুষ তা জানাতে পারবেন ‘ইন্টার স্টেট রেশন ফেসিলিটি সেন্টার’-এ।