অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ পুরসভার (Kaliyaganj Municipality) দায়িত্ব নেওয়ার পর উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। শহরের খেলাধুলা, শিল্প ও সংস্কৃতি চর্চার জন্য তৈরি হচ্ছে অডিটোরিয়াম এবং স্টেডিয়াম। এছাড়াও মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই সীমান্ত উন্নয়ন তহবিল থেকে ৫ কোটি টাকা ব্যয়ে শহরের ৫ নম্বর ওয়ার্ডে নতুন স্টেডিয়ামের জন্য কাজ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার (Kaliyaganj Municipality) চেয়ারম্যান রামনিবাস সাহা। স্টেডিয়াম চালু হলে বহু খেলোয়াড়ের স্বপ্ন পূরণ হবে। এছাড়াও নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। এছাড়াও পুর কর্তৃপক্ষ ইতিমধ্যেই শহরের ছোটদের জন্য নতুন পার্কের কাজ শেষ করেছে। এমনকী শিল্পীদের জন্য মুক্ত মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শহরের সৌন্দর্যায়নের বিষয়টিতেও বাড়তি নজর রাখছে পুরসভা। পুরসভা এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা আগেই করেছিল কর্তৃপক্ষ। এবারে এলইডি লাইটের মাধ্যমে শহরকে ঝলমলে করে তোলা হবে। শহরের সুকান্ত মোড় এলাকায় ওয়াচ-টাওয়ার বসানো হয়েছে। পাশাপাশি এলাকায় সুকান্ত মূর্তি স্থাপন করা হয়েছে। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। খুব শীঘ্রই সকলের বাড়িতে এই পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শেষ করা হবে। চেয়ারম্যান বলেন, ‘‘আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে সবসময়ই মানুষের পাশে থাকি। ক্ষমতা আমাদের হাতে আসার পরেই আমরা উন্নয়নের লক্ষ্যে কাজ করছি।”
আরও পড়ুন: উত্তর-দক্ষিণ জুড়ে ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র প্রস্তুতি তুঙ্গে, রেকর্ড ভিড়ের জন্য মুখিয়ে সুতি