উত্তর-দক্ষিণ জুড়ে ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র প্রস্তুতি তুঙ্গে, রেকর্ড ভিড়ের জন্য মুখিয়ে সুতি

এবারের সভায় রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করতে মুখিয়ে দলের নেতা-কর্মীরা। তাই এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : করোনা মহামারীর জন্য দু’বছর হয়নি ২১শে জুলাইয়ের প্রকাশ্য সভা। এবছর ফের আগের মতোই বিশাল আকারে ধর্মতলায় হবে ২১শে জুলাইয়ের শহিদ স্মরণসভা। ওই সভা থেকেই পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের রণকৌশল প্রকাশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারের ২১শে জুলাই নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

আরও পড়ুন-নিষিদ্ধের ভাবনা

এবারের সভায় রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করতে মুখিয়ে দলের নেতা-কর্মীরা। তাই এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সুতির বিধায়ক ইমানি বিশ্বাস রবিবার নিজের বাসভবনে ২১শে জুলাই ‘ধর্মতলা চলো’-র প্রস্তুতি সভা করলেন। সভায় ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান ও সুতি ১ ব্লক সভাপতি সেরাজুল ইসলাম-সহ অঞ্চল সভাপতি ও তৃণমূলের নেতৃবৃন্দ।

Latest article