প্রতিবেদন : রাজ্য সরকার বেসরকারি গ্রন্থাগারগুলির বই কেনার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষেবা উন্নয়ন এবং বই কেনার জন্য রাজ্যের বেসরকারি গ্রন্থাগারগুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন-বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে নদিয়ার জনসভায় সরব বাবুল
তবে কোন কোন লাইব্রেরি এই টাকা পাবে, বিজ্ঞপ্তিতে গাইডলাইনও দেওয়া হয়েছে। বলা হয়েছে, বেসরকারি গ্রন্থাগার, ক্লাব পরিচালিত গ্রন্থাগার, কোনও সংখ্যালঘু সম্প্রদায় দ্বারা পরিচালিত বা কোনও শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত গ্রন্থাগারগুলো অর্থের জন্য আবেদন করতে পারবে। গ্রন্থাগার দফতরের ওয়েবসাইটে আবেদনের জন্য ফর্ম পাওয়া যাবে। ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে। নির্বাচিত গ্রন্থাগারগুলিকে এক কালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।