বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদে নদিয়ার জনসভায় সরব বাবুল

এদিন তিনি নদিয়ায় তিনটি সভায় যোগ দেন। বক্তব্যের শুরুতেই বাবুল তাঁর পুরনো অবস্থান নিয়ে জানান, অন্যদিকে থাকলেও প্রতিবাদী ছিলেন।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বঞ্চনা ও বিজেপির লাগাতার মিথ্যা অপপ্রচার, সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী জনসভার আয়োজন করল হাঁসখালি ব্লক এক ও দুই তৃণমূল কংগ্রেস। শুক্রবার। সভায় মুখ্য বক্তা ছিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন-শ্যামপুরে নিগৃহীতা পড়ুয়ার বাড়িতে শিশুসুরক্ষা কমিশন

এদিন তিনি নদিয়ায় তিনটি সভায় যোগ দেন। বক্তব্যের শুরুতেই বাবুল তাঁর পুরনো অবস্থান নিয়ে জানান, অন্যদিকে থাকলেও প্রতিবাদী ছিলেন। তার জন্য দলে কোণঠাসা করে রাখা হয়েছিল, এটা সবাই দেখেছেন। কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, সিএএ, এনআরসি ইত্যাদি নিয়ে মানুষকে ভুল বোঝান হয়েছিল। আপনারা সেটা ধরতে পেরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। উপস্থিত মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে বলেন, মুখ্যমন্ত্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছেন। তাঁর নামে মিউজিয়ামও হচ্ছে। তন্তুবায় সমিতির উন্নয়নও করা হচ্ছে। আপনারা শান্ত হয়ে থাকুন। দেখবেন, অনেক কাজ হয়েছে, আরও হবে। বিজেপি বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিপথে চালিত করতে চাইবে, সেই ফাঁদে পা দেবেন না। প্রধানমন্ত্রী বলেছিলেন, ডিটেনশন ক্যাম্প হবে না। যেগুলো আছে ভেঙে দেওয়া হবে। ভাঙা তো হয়নি, উল্টে নতুন হয়েছে। কেন্দ্রে বিজেপিকে দুবার সুযোগ দেবেন না। বিরোধী দলনেতারও সমালোচনা করেন বাবুল। রাজ্যের নানা কাজে কাজে বাধা দেওয়ার পাশাপাশি রাজ্যপালের হাতেখড়ি নিয়েও ওঁর মন্তব্যের নিন্দা করেন। সভায় দেবাশিস গাঙ্গুলি প্রমুখ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Latest article