শ্যামপুরে নিগৃহীতা পড়ুয়ার বাড়িতে শিশুসুরক্ষা কমিশন

কন্যাশ্রী-সহ সমস্ত সরকারি সুবিধা যাতে নিগৃহীতা ছাত্রী পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সুদেষ্ণা রায়।

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় শ্যামপুরে নিগৃহীতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন। সুদেষ্ণা রায়ের নেতৃত্বে শিশু সুরক্ষা কমিশনের তিন জনের একটি প্রতিনিধি দল শ্যামপুরে নিগৃহীতা ছাত্রীর বাড়িতে যান। বেশ কিছুক্ষণ তাদের বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন-ফের আমিষ খাবার নিয়ে অভিযোগ বন্দেভারতে

কন্যাশ্রী-সহ সমস্ত সরকারি সুবিধা যাতে নিগৃহীতা ছাত্রী পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সুদেষ্ণা রায়। সেই সঙ্গে ওই পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সুদেষ্ণা বলেন ধৃতেরা যাতে কঠোর শাস্তি পয় সেই দিকটা দেখছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। এরপর পাশাপাশি ওই পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তার প্রয়োজনে যা করার দরকার তা আমরা করছি। ওই পরিবারের আমরা সবসময় রয়েছি। ওরাও পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখছেন বলে জানিয়েছেন। নিহত গণেশ মন্ডলের স্ত্রী শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের কাছেও অভিযুক্তদের দৃষ্টানৃতমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে ধৃত তিন জনকে পুলিশের তরফে ঘটনার পুনর্নির্মাণ করানো হল।

Latest article