রাজস্থানে বিয়েবাড়ির অনুষ্ঠানের মাঝেই সিলিন্ডার বিস্ফোরণ (Cylinder Blast)। ভয়াবহ দুর্ঘটনা। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার আচমকা ফেটে মৃত্যু হয়েছে ৫ জনের, জখম ৬০। যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল রাজস্থানের যোধপুর জেলার ভাঙ্গুর গ্রাম।
জানা গিয়েছে, গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। খাওয়া দাওয়ার পাশাপাশি চলছিল রান্নাও। তখনই আচমকা একটি গ্যাস সিলিন্ডারে (Cylinder Blast) তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের দাপটে উড়ে যায় অনুষ্ঠান বাড়ির একাংশ। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যুর মুখে ঢলে পড়ে ৫ জন। জখমদের মধ্যে অনেকের আঘাতই অত্যন্ত গুরুতর।
জখমদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশুও রয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আজ, সন্ধেয় আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
আরও পড়ুন-ঘুষ নেওয়ায় ধৃত সরকারি কর্মী