১৫ বছর পলাতক থাকার পর দিঘা থেকে গ্রেফতার খুনি

Must read

টানা ১৫ বছর পলাতক। অবশেষে পুলিশের জালে খুনি জ্যাকসন ড্যাডেল। শুক্রবার পূর্ব মেদিনীপুরের দিঘা (Digha) থেকে তাকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

২০০৫ সালে গডউইন ডি’সিলভা হত্যাকাণ্ডের অভিযুক্ত পানাজির বাসিন্দা জ্যাকসন ড্যাডেল। ২০০৭ সালে গোয়া পুলিশ ড্যাডেলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়া হয় মার্গো জুডিশিয়াল জেলে। তদন্তে জানা যায় রুডলফ গোমস নামে এক ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে তিনি গডউইনকে নৃশংসভাবে হত্যা করেন। তবে শাস্তি ঘোষণার আগেই ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর ড্যাডেল, গোমস এবং ১২ জন অভিযুক্ত পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীদের আহত করে পালিয়ে যান।

আরও পড়ুন: বিয়েবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত একাধিক, আহত ৬০

এদিকে ঘটনার পর অপরাধ দমন শাখার পুলিশ সুপার নিধিন ভালসান সংবাদ মাধ্যমকে জানান, অপরাধী জ্যাকসন ড্যাডেলকে পূর্ব মেদনীপুর জেলার দিঘা থেকে গ্রেফতার করেছে অপরাধ দমন শাখা। ১৫ বছর তিনি দিঘার (Digha) একটি হোটেলে রাজীব কাশ্যপ নাম নিয়ে ম্যানেজারের কাজ করতেন। তবে বর্তমানে তাকে গোয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

Latest article