প্রতিবেদন : শুভবুদ্ধির উদয় হল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সোমবার সন্ধ্যায় অনশন তুলে নিলেন কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) ৫ পড়ুয়া। ১২ দিনের মাথায় অনশন আন্দোলন প্রত্যাহার করলেন তাঁরা। মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এই অনশন শুরু করেছিলেন ডাক্তারি পড়ুয়ারা। স্বাস্থ্য দফতর এবং কলেজ কর্তৃপক্ষ কিন্তু স্পষ্টই জানিয়েছিল, নির্বাচন হবেই। কিন্তু সুনির্দিষ্ট কয়েকটি বিষয় এবং পদ্ধতি মেনেই তা হবে। আলোচনায় বসতে হবে পড়ুয়াদের। তবে দিনক্ষণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই। পড়ুয়াদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। বসতে বলেছিলেন আলোচনায়। শেষে বরফ গলল। উদয় হল শুভবুদ্ধির। সোমবার একটি সংক্ষিপ্ত মিছিলের পরে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন ডাক্তারি পড়ুয়ারা। লক্ষণীয়, লাগাতার আন্দোলনের মধ্যেও কিন্তু মেডিক্যাল কলেজ (Kolkata Medical College) হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা গ্রহণ করেছিল হাসপাতাল প্রশাসন।
আরও পড়ুন-কর্নাটক বিধানসভায় সাভারকরের ছবি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক