বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই উত্তরবঙ্গে আসেন তাঁর প্রিয় জেলা আলিপুরদুয়ারকে কিছু না কিছু উপহার দিয়ে যান। এবারের সফরে তাই আলিপুরদুয়ারে প্রায় ৫০ কোটি টাকার নবনির্মিত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই তালিকায় আছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নবনির্মিত দফতর, ফালাকাটার ধোনিরামপুরে তৈরি বেইলি ব্রিজ, কালচিনির চকয়াখেতিতে নির্মিত পেভার্সের রাস্তা, কয়েকটি জলপ্রকল্প, বেশ কয়েকটি নদীবাঁধ, আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে মার্কেট কমপ্লেক্স-সহ নানা প্রকল্পের।
আরও পড়ুন : বাংলাভাগের চক্রান্ত করলে কড়া হাতে দমন : মমতা
এই প্রকল্পগুলোর মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় আলিপুরদুয়ার চৌপতিতে আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়কের বিধায়ক তহবিলে তৈরি সুদৃশ্য ক্লক টাওয়ার। সুদৃশ্য এই টাওয়ার উদ্বোধনের মধ্যে দিয়ে আলিপুরদুয়ারের সৌন্দর্যায়নে নতুন পালক যুক্ত হল, মনে করছেন শহরবাসী। জেলা শহরে আসা পর্যটকদের কাছে এই টাওয়ারটিও দর্শনীয় বিষয় হবে। জেলার উন্নয়নে মুখ্যমন্ত্রীর এই প্রয়াসের প্রশংসা করেছেন সাধারণ মানুষ। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, ‘মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারকে খুব ভালোবাসেন, তাই আলিপুরদুয়ারের উন্নয়নে উনি সব সময় সচেষ্ট থাকেন।’