বাংলাভাগের চক্রান্ত করলে কড়া হাতে দমন : মমতা

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : ‘কেউ যেন দাঙ্গা না লাগাতে পারে। দাঙ্গা লাগানোয় যারা উসকানি দেয়, তারা কমিউনাল নয়, ক্রিমিনাল। যারা বাংলা ভাগ করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সোমবার শিলিগুড়িতে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বজরং দলকে তীব্র কটাক্ষ করেন। শিলিগুড়ির উত্তরকন্যাতে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে দুই জেলার পুলিশ সুপার ও আইজি দেবেন্দ্রপ্রতাপ সিংয়ের সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে উত্তরবঙ্গের দাঙ্গার কাহিনি। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। বলেন, ‘কমিউনাল আর ক্রিমিনাল দুটো সম্পর্ক কী সেটা মাথায় রাখতে হবে।’ আইজিকে নির্দেশ দেন, কিছু কিছু ক্ষেত্রে টুইটার ও ফেসবুকের মাধ্যমে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, সেদিকেও নজর রাখতে হবে। সাইবার ক্রাইমের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন : হাসপাতালে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

দেরি করলে কিন্তু এইসবের ভিডিও দিয়ে তারা গন্ডগোল লাগিয়ে দেবে। যেমন ওরা করেছিল কুমিল্লায় আর লিখে দিল বাংলায়। তিনি এদিন আবারও বলেন, উত্তরবঙ্গকে দ্বিখণ্ডিত হতে দেব না। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারদের কাছ থেকে যাবতীয় পরিস্থিতির খবর নিয়েছেন। আলিপুরদুয়ারে কেএলও কতটা সক্রিয়, সেই খোঁজও নেন। পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে কেএসওর উপর বিশেষ নজরদারি রাখতে বলেন। কালীপুজো দীপাবলি সামনে, এরা শান্তি চায় না, অশান্তি চায়। তাই লক্ষ্য রাখতে হবে। আইসিদের প্রতিদিন নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদের রাজ্যের সীমান্তে কোনও সমস্যা নেই, তাই আমরা মনে করি, কোনও বিষয়ে কোনও সমস্যা তৈরি করে লাভ নেই। মনে রাখতে হবে, ল অ্যান্ড অর্ডার পুলিশের বিষয়।

Latest article