গঙ্গাসাগর উন্নয়নে ৫০ কোটি

বকখালি ঢোকার মুখে তৈরি হবে সুদৃশ্য ওয়েলকাম তোরণ। এই তোরণের নকশা নির্বাচন করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ :‌ রাজ্য সরকারের উন্নয়ন পরিকল্পনায় নতুন রূপে সেজে উঠবে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর ও বকখালি। পর্যটন বিকাশের লক্ষ্যে একাধিক পরিকল্পনা নেওয়া হল রাজ্যের অন্যতম পুণ্যভূমি গঙ্গাসাগর ও সমুদ্রসৈকত বকখালির জন্য। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরকে সাজাতে ৫০ কোটির মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে।

আরও পড়ুন-শ্রমিক বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভের ডাক মুর্শিদাবাদে

বকখালি ঢোকার মুখে তৈরি হবে সুদৃশ্য ওয়েলকাম তোরণ। এই তোরণের নকশা নির্বাচন করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সুন্দরবন-‌বকখালি উন্নয়ন পর্ষদ বা জিবিডিএ-‌র সতেরো তম বার্ষিক সভা থেকে একগুচ্ছ পরিকল্পনা ও প্রস্তাব গ্রহণ করা হয়। কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরের এই বার্ষিকসভায় উপস্থিত ছিলেন জেলা শাসক পি উলগানাথন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিধায়ক সমীর জানা, জিবিডিএ-‌র চেয়ারম্যান শ্রীমন্ত মালি, এক্সিকিউটিভ অফিসার শম্বুদ্বীপ সরকার-সহ পর্ষদের সদস্যরা। এদিনের সভায় বাজেট প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী বছরের মধ্যে গঙ্গাসাগরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য একগুচ্ছ প্রস্তাব নেওয়া হয়েছে।

Latest article