সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের (Jhargram) নয়াগ্রাম ব্লকের তপোবন এলাকায় শুক্রবার সকালে ঢুকে পড়ে দলমা থেকে আসা প্রায় ৫০টি হাতির পাল। এতগুলো হাতি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেভাবে শুক্রবার হাতির দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, মাঠের ফসলের ক্ষতি করছে তাতে আতঙ্কিত গ্রামবাসীরা। গতরাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে ওরা ঢুকে পড়ে নয়াগ্রামের ছোট ঝরিয়া গ্রামে। সেখানে কয়েকটি ঘর ভাঙে, আখ, সবজি চাষের ক্ষতি করে। তাড়া খেয়ে তপোবন জঙ্গলে ঢুকে পড়ে। ঝাড়গ্রামে (Jhargram) আসার পথে শুকদেবপুর, নরসিংহপুর, মলম ইত্যাদি এলাকার সবজিখেতের ক্ষতি করে। আগে সাঁকরাইলের কিছু এলাকার ফসলের ক্ষতি করেছে। বনকর্মীরা তপোবনে গিয়ে হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছেন। গ্রামবাসীদেরও জঙ্গলে ঢুকতে নিষেধ করছেন। হুলাপার্টিকে তৈরি রাখা হয়েছে।