নসিপুর রেলসেতু জট খুলতে বৈঠক

Must read

সংবাদদাতা, বহরমপুর :‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লালবাগের নসিপুর রেল ব্রিজের (Nasipur Rail Bridge) জট খুলতে চলেছে। শুক্রবার বিকেলে বহরমপুর সার্কিট হাউসে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ। বৈঠক শেষে শীলেন্দ্রপ্রতাপ জানান, নসিপুর রেলসেতুর নির্মাণ অনেকদিন আগেই হয়ে গিয়েছে। এলাকার মানুষকে জমি অধিগ্রহণের টাকাও দিয়ে দেওয়া হয়েছে। তবুও প্রায় ১০০ জন জমির মালিক চাকরির জন্য দাবি করে আসছেন। কিন্তু জমি অধিগ্রহণ করার পর সেই মালিকদের চাকরি দেওয়ার কোনও নিয়ম নেই রেল দফতরে।

আরও পড়ুন – ঠিক সময়ে হবে পেনশন : মেয়র 

জেলা প্রশাসনের সহযোগিতায় ওই জমির মালিকদের সঙ্গে কথা বলবে রেল। ২০১০–‌এ নসিপুর রেলসেতুর (Nasipur Rail Bridge) কাজ শেষ হয়ে যায়। মাত্র কয়েক একর জমির মালিকরা চাকরির দাবি করেন। ফলে আটকে যায় মুর্শিদাবাদ থেকে দিল্লি যাওয়ার রেল সড়কপথ। মাসখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর প্রশাসনিক বৈঠকে এসে জেলা প্রশাসনকে জট কাটানোর নির্দেশ দেন। সেই নির্দেশ মাথায় রেখেই জেলা প্রশাসন আজ রেল দফতরের সঙ্গে বৈঠক করল।

Latest article