চোরাই কয়লা উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ চলল টিয়ার গ্যাস, আহত পান্ডা

Must read

দেবর্ষি মজুমদার, বীরভূম : চোরাই কয়লা উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। পাল্টা চলল দশ রাউন্ড টিয়ার গ্যাস। এক দুষ্কৃতী–সহ দু’জন আহত। ইটের আঘাতে কয়েকজন পুলিশ সামান্য আঘাত পেয়েছেন। বীরভূম (Birbhum) জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানান, অবৈধভাবে মজুত কয়লা উদ্ধার করতে গেলে পুলিশের দিকে ইট–পাটকেল ছোড়া হয়। তাতে কয়েকজন পুলিশ সামান্য আহত হন। পাশাপাশি দুষ্কৃতীরাও নিজেদের এলোপাথাড়ি ছোড়া ইটে আহত হয়। তবে পুলিশ সংযম দেখিয়েছে। কোনও গুলি ছোড়েনি। দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।

আরও পড়ুন – সিটু ছেড়ে আইএনটিটিইউসিতে রবীন 

এলাকা সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামচক খনি থেকে বীরভূমের (Birbhum) লোকপুর থানার নওপাড়া গ্রামে প্রচুর কয়লা মজুত করে রাখছিল। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী অবৈধ কয়লা বাজেয়াপ্ত করতে গেলে স্থানীয় দুষ্কৃতী শেখ সামশেরের উসকানিতে এলাকাবাসী ইট–পাটকেল নিয়ে পুলিশের উপর চড়াও হয়। কয়লা বাজেয়াপ্ত করার জন্য যে গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, তা জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে গুরুতর আহত হয় দুষ্কৃতী শেখ সামশের। সে একটি মামলায় জেলখাটা আসামি। বর্তমানে জামিনে মুক্ত। সে পায়ে চোট পেয়েছে। জানা গিয়েছে, লিজে চলা এই খাদান থেকে কয়লা নিয়ে চোরাই কারবারকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে কিছু লোক।

Latest article