দু’বছরের বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ মিটিয়ে দিতে হবে আগামী ৩ সপ্তাহের মধ্যে : হাইকোর্ট

Must read

দু’বছরের বকেয়া স্কুল ফি-র ৫০ শতাংশ আগামী তিন সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। জানিয়ে দিল হাইকোর্ট। বকেয়া ফি না দিলে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার স্কুল ফি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন-ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন আদিবাসীদের অনুষ্ঠানে

দেশজুড়ে করোনা পরিস্থিতিতে ফি বাড়িয়েছিল কয়েকটি বেসরকারি স্কুল। এর বিরুদ্ধে গত বছরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকদের একাংশ। এরপরই বকেয়া ফি-র ৮০ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু কিছুদিন পর স্কুলগুলি আদালতে জানায়, আদালতের নির্দেশের পরও প্রায় কোটি টাকার ফি বকেয়া। বিপুল পরিমাণ ফি বকেয়া থাকায় শিক্ষক ও শিক্ষকর্মীদের বেতন দিতে পারছে না তারা। এই মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বেতনের ৮০% টাকা জমা দেওয়ার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু অনেক অভিভাবকই সেই নির্দেশ পালন করেননি।

আরও পড়ুন-ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে জমি সরছে, দাবি কুণালের

আদালতের পর্যবেক্ষণ, করোনাকালে লকডাউনের জেরে অনেকেই আর্থিক সংকটে পড়েছে। এই অবস্থায় স্কুলগুলিও সমস্যায়। কিন্তু যে সব অভিভাবকরা স্বচ্ছল, তাঁরাও এই সুযোগে বকেয়া ফি মেটাচ্ছেন না বলে অভিযোগ ওঠে। এর পরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী ৩ সপ্তাহের মধ্যে অভিভাবকদের বকেয়া ফি-র অন্তত ৫০ শতাংশ জমা দিতেই হবে। তা না হলে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে স্কুল কর্তৃপক্ষ।

Latest article