শ্লীলতাহানির অভিযোগে বিজেপি রাজ্যে চিঠি ৫০০ ছাত্রীর

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্যে আদৌ সুরক্ষিত নন মহিলারা। বিজেপি শাসিত হরিয়ানায় বিজেপি ঘনিষ্ঠ অধ্যাপকের হাতেই যৌন নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ৫০০ জন ছাত্রী (500 Girl Students)।
হরিয়ানার চৌধুরী দেবীলাল বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০০ জন ছাত্রী (500 Girl Students) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারকে চিঠি লিখে অভিযোগ করেছেন, ওই অধ্যাপককে বরখাস্ত করা হোক। পাশাপাশি হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আচার্য রাজ্যপালকে সমস্ত বিষয় জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে সিরসার চৌধুরী দেবীলাল বিশ্ববিদ্যালয়ে। ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ছাত্রীর সঙ্গে ক্রমাগত অসভ্যতা করেছেন ওই অধ্যাপক। দীর্ঘদিন ধরে ছাত্রীদের শ্লীলতাহানি করতেন তিনি। কেউ প্রতিবাদ করতে চাইলে তাঁকে প্রাণনাশের হুমকিও দিতেন। আবার অনেককে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া বা কলেজ থেকে বহিষ্কার করার ভয়ও দেখাতেন।
চিঠিতে পড়ুয়ারা অভিযোগ করেছেন, ওই অধ্যাপক একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মাকে চিঠি লিখলেন নির্যাতিতা ৫০০ ছাত্রী। বিজেপি ঘনিষ্ঠ ওই অধ্যাপকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- নিউজক্লিক কর্তাকে রাজসাক্ষী হওয়ার অনুমতি আদালতের

Latest article