সংবাদদাতা, মালদহ : লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে নির্বাচনী পারদ। ঘর গোছাতে তৎপর তৃণমূল। আর সেই সময়েই মালদহে রাম-বাম শিবিরে ব্যাপক ভাঙন দেখা দিল। বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫৫টি পরিবার। এঁরা বামনগোলা ব্লকের শোনঘাট বুথের। পাশাপাশি বামনগোলা পঞ্চায়েত সমিতির ১৩ নম্বর আসনের বাম প্রার্থী সদল এদিন তৃণমূলে যোগদান করেন।
আরও পড়ুন-ব্যাট হাতে কাউন্সিলাররা
বামনগোলার পাকুয়াহাটে এই যোগদান শিবির হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি। ছিলেন চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, ব্লক সভাপতি অশোক সরকার, চুনিয়া মুর্মু, আশিস কুণ্ডু প্রমুখ। ফলে বামনগোলা ব্লকে তৃণমূলের আরও শক্তিবৃদ্ধি পাবে বলে রাজনৈতিক মহলের মত। এদিন বামনগোলা তৃণমূলের ব্লক সম্মেলনও হয়। লোকসভা নির্বাচনের আগে সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটাতে এই সম্মেলন বলে জানা গিয়েছে।