ব্যাট হাতে কাউন্সিলাররা

বড়দিনের আগে শীতের সকালে রাজনীতি ভুলে ক্রিকেটে মাতলেন কলকাতার উত্তর ও দক্ষিণের কাউন্সিলররা, শনিবার।

Must read

প্রতিবেদন : বড়দিনের আগে শীতের সকালে রাজনীতি ভুলে ক্রিকেটে মাতলেন কলকাতার উত্তর ও দক্ষিণের কাউন্সিলররা, শনিবার। পাটুলি উপনগরীর মাঠে কলকাতা পুরসভার মেয়র’স কাপে। ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম, চেয়ারপার্সন মালা রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ প্রমুখ। মেয়রের হাতে ফুল দিয়ে সংবর্ধনা জানান পুরসভার মুখ্য সচেতক তথা আয়োজক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত।

আরও পড়ুন-স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত বাংলার, এ মাটিই তাই প্রধানমন্ত্রিত্বের দাবিদার: ঋতব্রত

মেয়র জানান, বছর চারেক পর ব্যাট ধরলাম। কোমর ভেঙে গিয়েছে, পুলিশের মারও খেতে হয়েছে। বেশি নিচু হতে পারি না। উত্তর ও দক্ষিণের পুরপ্রতিনিধিদের ক্রিকেট যুদ্ধ নিয়ে বলেন, আমি উত্তর-দক্ষিণ করি না। মেয়র হিসেবে উত্তরেও যাই, দক্ষিণেও। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানুষের সেবা করি। মালা জানান, রাজনীতির ময়দান থেকে খেলার মাঠ, আমাদের সবসময় লড়াইয়ের জন্য তৈরি থাকতে হয়। ডেপুটি মেয়রের দল উত্তরের কাছে হেরে গিয়ে মনখারাপ মেয়রের দলের দক্ষিণের কাউন্সিলরদের।

Latest article