ব্যালট নয়, ইভিএমেই হবে ভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

১০০ শতাংশ ভিভিপ্যাট ইভিএম মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দিল ব্যালটে নয়, ইভিএমেই হবে ভোট।

Must read

প্রতিবেদন: ১০০ শতাংশ ভিভিপ্যাট ইভিএম (EVM) মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দিল ব্যালটে (ballot) নয়, ইভিএমেই হবে ভোট। পাশাপশি, ভবিষ্যতে ভিভিপ্যাটে বারকোড ব্যবহারের পরামর্শ দিয়েছে আদালত। শুক্রবার নির্বাচন কমিশনকে ভিভিপ্যাট সংক্রান্ত দুটি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ এদিন জানায়, প্রতীক লোড করে দেওয়ার পরে ইভিএম সিল করে দিতে হবে। ৪৫ দিনের জন্য ইভিএম সংরক্ষণ করতে হবে। বিশেষত ১ জুন যেদিন ভোটপর্ব মিটে যাওয়ার পর থেকেই এই সিম্বল লোডিং ইউনিটকে সংরক্ষিত করে রাখতে হবে।

আরও পড়ুন-বিখ্যাত র‍্যাপারকে মৃত্যুদণ্ড দিল ইরান, সরকার-বিরোধী বিক্ষোভে যোগদানের শাস্তি শিল্পীকে

সেখানে প্রার্থীর সইও রাখতে হবে বলে জানানো হয়েছে। তাছাড়াও দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের অনুরোধে ইভিএমের পুড়ে যাওয়া মাইক্রোকন্ট্রোলার খতিয়ে দেখতে পারেন ইঞ্জিনিয়াররা। তবে খরচ বহন করতে হবে প্রার্থীদের। ইভিএমের কারচুপি ধরা পড়লে প্রার্থীদের টাকা ফেরত দেওয়া হবে। এদিন ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন, ব্যালটে ভোটগ্রহনের আবেদন এবং ভোটে কারচুপি
রুখতে ভোটারদের হাতে ভিভিপ্যাট স্লিপ তুলে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Latest article