স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত বাংলার, এ মাটিই তাই প্রধানমন্ত্রিত্বের দাবিদার: ঋতব্রত

ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমহল হলে আয়োজিত হল তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমহল হলে আয়োজিত হল তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সম্মেলন। ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল জেলা সভাপতি, আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রমুখ। সভার লক্ষ্য ছিল মূলত সংগঠনকে মজবুত করা ও কর্মীদের মনোবল চাঙ্গা করা।

আরও পড়ুন-টেট পরীক্ষার্থীরা নিশ্চিন্ত থাকুন, থাকবে প্রচুর বাস : স্নেহাশিস

ঋতব্রত বলেন, অভিভুক্ত মেদিনীপুরের এই মাটি সংগ্রামের মাটি। এই মাটি সব থেকে বেশি রক্ত দিয়েছে। এখানকার বেশিরভাগ মানুষ জেলবন্দি ছিলেন। গতকাল সংগ্রামী ভাষা দিবস পালিত হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, দেশের স্বাধীনতার লড়াইয়ে যে মাটি সব থেকে রক্ত দিয়েছে, সেই বাংলা থেকেই এবার প্রধানমন্ত্রী হবেন। আগামী ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লায় শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে তৃণমূল শ্রমিক সংগঠনকেও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানালেন ঋতব্রত।

Latest article