টেট পরীক্ষার্থীরা নিশ্চিন্ত থাকুন, থাকবে প্রচুর বাস : স্নেহাশিস

টেট পরীক্ষার্থীদের জন্য রাস্তায় প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে, ঝাড়গ্রামে জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : টেট পরীক্ষার্থীদের জন্য রাস্তায় প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে, ঝাড়গ্রামে জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রবিবার রাজ্যে প্রাথমিক শিক্ষকপদের জন্য টেট পরীক্ষা হবে। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। তাঁদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য এবং পরীক্ষা শেষ হওয়ার পর তাঁরা যাতে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যেতে পারেন, তার জন্য প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে।

আরও পড়ুন-হাওড়ায় প্রতিবাদ মিছিলে মানুষের ঢল

শনিবার ঝাড়গ্রামে এক খেলার অনুষ্ঠানে যোগ দিয়ে জানান মন্ত্রী স্নেহাশিস। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবহণ দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রবিবার সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা মহকুমা ও জেলাস্তরে ৬৭টি কন্ট্রোল রুম খোলা থাকবে। সেখান থেকে পরিস্থিতির উপর নজর রাখা হবে। জানান, সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি ফিরতে পারেন তার জন্য পরিবহণ দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রচুর পরিমাণে সরকারি বাস নামানো হবে। ফেরিঘাট চালু থাকবে। তিনি বেসরকারি বাসমালিকদেরও বেশি পরিমাণে রবিবার রাস্তায় বাস রাখার জন্য আবেদন জানান। বলেন, প্রতিবছর টেট পরীক্ষা হওয়া উচিত। সেইসঙ্গে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রসঙ্গে বলেন, রাজ্য সরকারের কর্মসূচি টেট পরীক্ষা। যে কোনও সংগঠন অনুষ্ঠান করতে পারে, তাতে সমস্যা নেই। কিন্তু সরকারের কর্মসূচি সরকারকে পালন করতেই হবে। তাই রবিবার টেট পরীক্ষা নিয়ে কোনও অসুবিধা হবে না।

Latest article