হাওড়ায় প্রতিবাদ মিছিলে মানুষের ঢল

Must read

সংবাদদাতা, হাওড়া : কেন্দ্রের বিজেপি সরকারের অগণতান্ত্রিক কাজকর্ম ও বিরোধী দলের ১৪৩ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে হাওড়ায় পথে নামল তৃণমূল (Howrah- TMC)। তৃণমূলের ডাকে শনিবার এক বিশাল প্রতিবাদ মিছিল পরিক্রমা করল শহরের রাজপথ (Howrah- TMC)। নেতৃত্বে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। এদিন বিকেলে হাওড়া জেলা (সদর) তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মধ্য হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। মন্ত্রী অরূপ রায় ছাড়াও মিছিলের নেতৃত্বে ছিলেন হাওড়া সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, ডাঃ রানা চট্টোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূলের চেয়ারম্যান লগনদেও সিং, মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূলের সভাপতি সৈকত চৌধুরী সহ আরও অনেকে। মিছিলে দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতোই। মহিলা তৃণমূল কর্মীরাও পা মিলিয়েছিলেন মিছিলে। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ ওঠে।

আরও পড়ুন-‘গীতা পাঠ হলে কি বেকারত্ব কমবে’, প্রশ্ন ব্রাত্যর

Latest article