মঙ্গলবার ভোর ৪টে নাগাদ উত্তরপ্রদেশের মুজাফরনগর জেলার চাপার এলাকায়, দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি দুর্ঘটনায় দিল্লির শাহদরার ছয় যুবকের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, মৃতদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে। কয়েকজন বন্ধু দিল্লির শাহদরা থেকে মুসৌরি যাচ্ছিল। খুব দ্রুত গতিতে চলছিল তাদের গাড়ি। সামলাতে না পেরে দিল্লি-দেরাদুন সড়কে চাপার কাছে একটি ট্রাকে গাড়িটি ধাক্কা মারে। ট্রাকটি তাদের গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। জানা গিয়েছে, একটি ২২ টায়ার ট্রাক মুজাফরনগর থেকে হরিদ্বারের দিকে যাচ্ছিল। আর সেই সময় গাড়িটি পিছন থেকে এসে ট্রাকটিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন-নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন পুজো, করলেন আরতি
চাপার থানার এসএইচও ওমপাল এই বিষয়ে বলেন, ‘মৃতরা শাহদরার বাসিন্দা। তাঁদের পরিবারকে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।’
আরও পড়ুন-উত্তরপ্রদেশে জঙ্গলরাজ, দুষ্কৃতীদের হাতে নিহত পুলিশ আধিকারিক, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস
উল্লেখ্য, ঘটনার পর আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়। গাড়িতে চালকসহ ছয়জন ছিলেন। ক্রেনের সাহায্যে ট্রাকের নিচ থেকে গাড়িটিকে বের করা হয়। গাড়িতে থাকা সকলেই ঘটনাস্থলে মারা যান। মৃতদের পাঁচজনের নাম যোগেন্দ্র ত্যাগী, দীপক শর্মা, কুনাল, ধীরাজ, বিশাল এবং অন্য এক বন্ধু।