নৈহাটিতে বড়মার মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলেন পুজো, করলেন আরতি

লাখ লাখ মানুষ প্রতিমা দর্শন করে পুজো দেন। মন্দিরের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বছর ১০০ ঘণ্টা প্রসাদ বিতরণ করা হয়

Must read

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী নৈহাটিতে (Naihati) বড়মার মন্দিরে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নৈহাটির বড়মার কাছে এদিন পুজো দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে দীপাবলির উৎসবের মাঝে নৈহাটিতে বড়মার পুজোমণ্ডপে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাপস রায়, অর্জুন সিং, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু প্রমুখ।

আরও পড়ুন-উত্তরপ্রদেশে জঙ্গলরাজ, দুষ্কৃতীদের হাতে নিহত পুলিশ আধিকারিক, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

সেখানে পৌঁছে ডায়মন্ড হারবারের সংসদ বড়মার মাটির প্রতিমায় পুজো দেন। এদিন তিনি আরতিও করেন মায়ের সামনে। শুধু তাই নয়, নবনির্মিত মন্দিরে যান অভিষেক। বড়মার নতুন কষ্টিপাথরের তৈরি মূর্তি দর্শন করেন। বড়মায়ের গোটা মন্দির চত্বর এদিন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এই বছর নৈহাটির বড়মার শতবর্ষ উদযাপিত হচ্ছে। গত একবছর ধরে চলছে প্রস্তুতি পর্ব। তৈরি হয় নতুন মন্দির ও নিয়ম মেনে প্রতিষ্ঠা করা হয় নতুন বিগ্রহ। এই বছর কালীপুজোয় মনস্কামনা পূরণ করতে দণ্ডী কাটেন প্রায় ১ লাখ মানুষ। লাখ লাখ মানুষ প্রতিমা দর্শন করে পুজো দেন। মন্দিরের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বছর ১০০ ঘণ্টা প্রসাদ বিতরণ করা হয়।

Latest article