উত্তরপ্রদেশের লখিমপুরের পর এবার গুজরাতের (Gujarat Road Accident) আনন্দ জেলাতেও বিধায়কের জামাইয়ের এসইউভি গাড়ির ধাক্কায় নিহত ৬। মৃতদের মধ্যে তিন জন মহিলা। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। তাতেই বিপত্তি ঘটে।
গুজরাত পুলিশ (Gujarat Police) সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় সোজিত্রা গ্রামের কাছে রাজ্য সড়কে কংগ্রেস বিধায়ক পুনমভাই মাধবভাই পারমারের জামাই কেতন পাধিয়ারের গাড়ি তীব্র গতিতে ধেয়ে আসছিল। তার পরই একটি অটো ও বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অটোর চার যাত্রী ও বাইকের দুই আরোহীর মৃত্যু হয়। গাড়ির চালক জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা সকলেই সোজিত্রা ও বোরিয়াভি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অর্থপাচার রোখার আইন অপব্যবহার অব্যাহত
ইতিমধ্যেই পুলিশ কংগ্রেস বিধায়কের জামাইয়ের গাড়ির (Gujarat Road Accident) নম্বরপ্লেট উদ্ধার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, গুজরাটের এই ঘটনা লখিমপুর খেরির ঘটনার স্মৃতি উসকে দিল। গতবছর ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে SUV চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। সেই ঘটনায় রীতিমতো তোলপাড় হয়ে যায় জাতীয় রাজনীতি।