আবার ইডেনে ব্যাট হাতে দেখা যাবে মহারাজকে!

Must read

আবারও ইডেনে ব‍্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে লেজেন্ডস লিগ ক্রিকেটে (Legends League Cricket) নামছে ভারত বনাম বিশ্ব একাদশ। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিসিসিআই সভাপতি। দলের নাম রাখা হয়েছে ইন্ডিয়া মহারাজস। ওপর দিকে বিশ্ব একদশকে নেতৃত্ব দেবেন ইয়ন মর্গ‍্যান। তাঁর দলের নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড জায়েন্টস। ম‍্যাচ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। ১৬ সেপ্টেম্বর হতে চলেছে লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতার সেই ম‍্যাচ।

আরও পড়ুন: বুমরার চোট নিয়ে চিন্তায় বোর্ড, বিশ্বকাপে বিকল্প ভাবনায় শামি

এই নিয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের (Legends League Cricket) কমিশনার রবি শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, “স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এবারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্যযাপনে উৎসর্গ করছি।” অন্যদিকে লেজেন্ডস লিগের সিইও রমন রাহেজা বলেন, “মোট ২২ দিনের প্রতিযোগিতা হবে। খুব তাড়াতাড়ি আমরা বাকি ক্রিকেটারদের নাম ঘোষণা করব।”

সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ইন্ডিয়া মহারাজসের হয়ে দলে রয়েছেন, বীরেন্দ্র সেহওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, এস শ্রীসন্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং এবং যোগিন্দর শর্মারা।

Latest article