ফের নিম্নচাপের জেরে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

Must read

ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ (Rainfall)। যার জেরে সপ্তাহান্তে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

চলতি বছর প্রয়োজন মতো বৃষ্টি (Rainfall) হয়নি দক্ষিণবঙ্গে। স্বভাবতই বৃষ্টির ঘাটতির জেরে চিন্তায় রাজ্যের কৃষি দফতর। এর মাঝে গত কয়েকদিনের নিম্নচাপ আর ঘূর্ণাবর্তের খবরে সামান্য স্বস্তি মিলেছিল। যদিও বৃষ্টি কমে গেলে সেই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। আজ শুক্রবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ সঙ্গে গুমোট গরম। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামিকাল থেকে আবহাওয়ার বদল হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় সতর্ক থাকতে হবে। হাওয়া অফিসের মতে আগামিকাল উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলায়। কাল থেকে আগামী ২ দিন ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ শুক্রবার রাতের দিক থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হবে এবং কাল বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেক্ষেত্রে সপ্তাহান্তে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আগের নিম্নচাপের দাপট সামলাতে উপকূলবর্তী এলাকায় কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল। এবারও প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিচ্ছে প্রশাসন।

Latest article