বুধবার সকালে হাওড়ার মালিপাঁচঘরায় একটি কারখানায় গ্যাস সিলিন্ডার (Gas cylinder blast) ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত ৬ জন শ্রমিক। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তির পরে তাঁদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে আহতদের স্থানান্তরিত করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালিপাঁচঘরা থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: মা-মাটি-মানুষের নামে সংকল্প করে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, বুধবার সকালে হাওড়ার মালিপাঁচঘরা থানার অন্তর্গত ঘুসুড়ি এলাকায় একটি কারখানায় সিলিন্ডার (Gas cylinder blast) ফেটে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ। যে ছয় জন শ্রমিককে আহত হন, তাঁদের দ্রুত টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর । তাঁদের হাওড়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই স্ক্র্যাপের কারখানায় লোহা কাটার কাজ হত।আজ সকাল সাড়ে আটটা নাগাদ শ্রমিকরা কাজ করার সময় বিকট শব্দে সিলিন্ডার ফেটে গেলে বিপত্তি ঘটে। আহত শ্রমিকদের মধ্যে একজনের পা কেটে যায়। আরও একজনের গুরুতর আঘাত লাগে কোমরে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ।