পুরসভায় কাজে যাচ্ছেন না শ্বেতা

Must read

সংবাদদাতা, কামারহাটি : সংবাদ মাধ্যমের সামনে এসে বক্তব্য দিচ্ছেন। নিজের পক্ষে সওয়াল করছেন অথচ গত শনিবার থেকে বিনা নোটিশে কামারহাটি পুরসভায় আসা বন্ধ করেছেন পুরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মরত শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty)। তা নিয়ে ইতিমধ্যে হাজারো প্রশ্ন উঠে গিয়েছে। একই সঙ্গে অয়ন শীলের কোম্পানির সেই সময়কার নিয়োগের সময়ই এই মডেল ইঞ্জিনিয়ার চাকরি পান বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। তবে তাঁর এই বিনা নোটিশে পুরসভায় কাজে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়ে শোকজও করা হতে পারে বলে জানা গেছে। এবিষয়ে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, ২০১৯ সালে পুরসভার বিভিন্ন দফতরে নির্দিষ্ট নিয়ম মেনে ও প্রশাসন এবং পুরসভার আধিকারিকদের উপস্থিতিতে শতাধিক কর্মীকে নিয়োগ করা হয়েছিল। তার মধ্যেই ছিলেন শ্বেতা চক্রবর্তী (Sweta Chakraborty)। বর্তমানে বিষয়টি প্রকাশ্যে আসার পর আমরা সব নথি পুরসভার পক্ষ থেকে গুছিয়ে রেখেছি। যেহেতু এই নিয়োগ দুর্নীতি নিয়ে পুরসভার তদন্ত করার এক্তিয়ার নেই তাই তদন্তের স্বার্থে যখন যে নথি আমাদের কাছে চাওয়া হবে তা আমরা দিতে প্রস্তুত আছি। আমরা পুরসভার পক্ষ থেকেও চাই স্বচ্ছ তদন্তের মধ্যে দিয়ে আসল তথ্য সামনে আসুক। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই না আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রশ্রয় দেন না। তাই আমরাও চাই যদি কোনও দুর্নীতি হয়ে থাকে আইন মেনে তাদের শাস্তি হোক। পাশাপাশি পুরপ্রধান বলেন, যেহেতু বিনা নোটিশে শ্বেতা চক্রবর্তী দফতরে আসছেন না, এমনটি চলতে থাকলে আমরা শীঘ্রই তাঁকে শোকজ করব। তাঁর উত্তরে সন্তুষ্ট না হলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

আরও পড়ুন:মা-মাটি-মানুষের নামে সংকল্প করে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

Latest article