টানা দু’বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine)। লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে তারপরেও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এর মাঝেই ইউক্রেনের রাশিয়া অধিকৃত পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৬০ রুশ সেনার মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, দোনেৎস্কের একটি প্রশিক্ষণ এলাকায় হামলা হয়েছে।
মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘণ্টা আগে রুশ সেনার ওপর হামলা চালানো হয় বলে খবর। ইউক্রেনের একাধিক এলাকায় রাশিয়ার সেনাবাহিনী সাফল্য পেয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। তবে তিনি দোনেৎস্কে ইউক্রেনের সেনার হামলার বিষয়ে কিছু জানায়নি।
আরও পড়ুন- এনসিআরবি ক্রাইম রিপোর্টে প্রথম দশে গুজরাটের দুই শহর, বিরোধীদের নিশানায় মোদি সরকার
জানা গিয়েছে, দোনেৎস্কের যে স্থানে হামলা চলেছে সেখানে এক বর্ষীয়ান রুশ কমান্ডার এসেছিলেন বলে সেনারা জমায়েত করেছিলেন। আর তখনই চলেছে হামলা। সেনাদের জমায়েত লক্ষ্য করে আমেরিকার তৈরি দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার ঘটনার ভিডিও ফুটেজে বহু মৃতদেহ দেখা গিয়েছে। ইউক্রেনের (Russia-Ukraine) পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় চিন্তায় রুশ সেনাবাহিনী।