এনসিআরবি ক্রাইম রিপোর্টে প্রথম দশে গুজরাটের দুই শহর, বিরোধীদের নিশানায় মোদি সরকার

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টে ২০২১ সালে দেশে প্রধান শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ হিসেবে কলকাতার নাম উঠে আসে

Must read

বুধবার গুজরাট রাজ্য বিধানসভায় (Gujrat State Assembly) বিরোধী দল প্রকাশ করেছে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) (NCRB) র তথ্যে দেখা গিয়েছে যে গুজরাটের দুটি শহর ভারতের শীর্ষ ১০টি অপরাধপ্রবণ শহরের তালিকায় স্থান পেয়েছে। এই রিপোর্টার ভিত্তিতে বোঝাই যাচ্ছে গুজরাটে অপরাধের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। বুধবার দানিলিমদা থেকে কংগ্রেস বিধায়ক শৈলেশ পারমার এনসিআরবির পরিসংখ্যান তুলে ধরে বলেন, “দিল্লির অপরাধের হার হল ১৫০.৬, চেন্নাই ১০১.৬, আহমেদাবাদ ৯৬.৬, মুম্বাই ৭৩.৩ এবং সুরাট ৬৪.৩। বড় শহরের মধ্যে সুরাটকে তৃতীয় স্থানে এবং আহমেদাবাদকে পঞ্চম স্থানে রাখা হয়েছে। অপরাধের ক্ষেত্রে এই শহরগুলি রীতিমত উদ্বিগ্ন হওয়ার মত।’

আরও পড়ুন-নাগপুরে প্লাস্টিক ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ আগুন

তিনি আরও বলেন, ‘বিজেপি রাজ্যে অপরাধ বাড়ছে এবং শুধু মদ নয়, মাদকের ব্যবহারও বাড়ছে যা যুব সমাজকে ধ্বংস করছে। ২০২২-২৩ সালে রাজ্যে ৬২০০ কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল। গুজরাটে মদ নিষিদ্ধ হওয়ার পরেও, ৫৩ লক্ষেরও বেশি মদের বোতল এবং ৪৭ লক্ষ বিয়ার টিন আটক করা হয়েছে, যার মূল্য ৫ বছরের ব্যবধানে যথাক্রমে ২৬৪ কোটি এবং ১৫ কোটির বেশি।’

আরও পড়ুন-আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে আবাসিক চিকিৎসকরা

প্রসঙ্গত, তিনি আরও বলেন, এসব ছাড়াও, অপরাধ এবং ফৌজদারি মামলা প্রতিদিন বাড়ছে। ২০২০-২১ সালে,গুজরাটে ৯৩৪টি খুনের ঘটনা ছিল যা ২২-২৩ সালে বেড়ে ৯৫৫ হয়েছে৷ ২০২০-২১ সালে ২০৭৩ টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ২০২২-২৩ সালে বেড়ে ২২০৯ হয়েছে। ২০২২-২৩ সালে ১৬, ৫৬৩ টি চুরির মামলা হয়েছে। ২০২০-২১ সালে চুরির ৯৪৩৫ টি ঘটনা ঘটেছে। হত্যা, ধর্ষণ চুরি, ছিনতাই, শ্লীলতাহানির মতো অপরাধের প্রায় ২০,০০০ মামলা রয়েছে যা অমীমাংসিত বা বিচারাধীন।

আরও পড়ুন-‘কখনও কোনো নির্বাচিত সরকার প্রতিবাদকারী নিরীহ কৃষকদের হত্যা করেনি’ তোপ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্টে ২০২১ সালে দেশে প্রধান শহরগুলির মধ্যে সব থেকে নিরাপদ হিসেবে কলকাতার নাম উঠে আসে। ২০২২ সালেও সেই তকমা ধরে রেখেছিল কলকাতা।

Latest article