সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা-বাগানের ক্রেশে শিশুদের রেখে কাজ করেন মায়েরা। দীর্ঘক্ষণ শিশু থাকে সেখানেই। বাগানের কাজ শেষ করে তাঁরা শিশুকে নিয়ে বাড়ি ফেরেন। আলিপুরদুয়ারের মোট ৬৪টি চা-বাগানের ক্রেশগুলির উন্নয়নে নজর দিল জেলা প্রশাসন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে উন্নয়নের কাজ শুরু হয়েছে। চা-বাগানের ক্রেশগুলিতে বাচ্চাদের রেখে মহিলা চা-শ্রমিকরা পাতা তোলার কাজে লেগে পড়েন। সেই ক্রেশ হাউসগুলির বর্তমান অবস্থা দেখে সেগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে মঙ্গলবার ভাতখাওয়া, মাঝের ডাবরি চা-বাগান-সহ অন্যান্য চা-বাগানের ক্রেশ হাউসগুলো পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। ক্রেশ হাউস পরিদর্শন করে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, ক্রেশ হাউসগুলি সংস্কার করা হবে এবং কিছু জায়গায় নতুন করে তৈরি করা হবে। সেখানে শিশুদের খেলার ব্যবস্থা থেকে শুরু সবরকমের সুবিধা থাকবে। এছাড়া প্রতিটি চা- বাগানে ক্রেশ হাউস পরিদর্শন করে কালচিনি বিডিও প্রশান্ত বর্মন জানান, জেলাশাসকের নির্দেশে চা- বাগানের ক্রেশ হাউসগুলো আমরা উন্নয়ন করার উদ্দেশ্যে পরিদর্শন করলাম। পুরনোগুলো সংস্কার করা হবে এবং কিছু জায়গায় নতুন করে তৈরি করা হবে। সেখানে শিশুদের খেলার জিনিস থেকে শুরু সবরকমের সুবিধা থাকবে। এ-ছাড়া প্রতিটি চা-বাগানে ক্রেশ হাউসের পাশে স্তন্যপান কেন্দ্রও খোলা হবে।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চা-বাগান কর্তৃপক্ষ-সহ মহিলা চা-শ্রমিকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। এই ক্রেশগুলি তৈরি হলে বিশেষভাবে উপকৃত হবেন মহিলা চা- শ্রমিকরা। কারণ দিনের বেশিরভাগ সময়ই তাঁদের শিশুরা ওই ক্রেশেই থাকে।