এএফসি-কে একহাত মহিলা দলের কোচের

Must read

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : কোভিডের ধাক্কায় এএফসি এশিয়ান কাপ থেকে বিষণ্ন বিদায় ঘটেছে ভারতীয় মহিলা ফুটবল দলের (Women Football team India)। মেয়েদের স্বপ্নভঙ্গের পর অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের সুইডিশ কোচ থমাস দেনারবি। গোটা ঘটনায় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-কে একহাত নিয়েছেন আশালতা, মনীষাদের কোচ।

বুধবার দেনারবি ক্ষোভ, হতাশার সঙ্গে বলেছেন, মেয়েদের স্বপ্ন চিরতরে ভেঙে গেল। আর ভারতীয় দলের (Women Football team India) এই পরিস্থিতির জন্য এএফসি দায় এড়াতে পারে না। দেনারবি বলেছেন, ‘‘আমরা অন্য সূত্র মারফত জেনেছি, দু’জন এএফসি আধিকারিক করোনা আক্রান্ত হয়েছিল। কিন্তু সঠিক তথ্য আমরা এএফসি থেকে পাইনি। অথবা আমাদের জানানো হয়নি।” এর পর দেনারবি যোগ করেন, ‘‘সব থেকে বড় সমস্যা হল, এই পরিস্থিতিতে কোনও আলোচনা করার আগ্রহ দেখায়নি এএফসি।”

ভারতীয় দলের কোচ এশিয়ান কাপ থেকে তাঁর দলের ছিটকে যাওয়ার জন্য এএফসি-কেই দায়ী করছেন। ক্ষুব্ধ দেনারবির অভিযোগ, টুর্নামেন্টের বায়ো-বাবল যথেষ্ট শক্তিশালী ছিল না। টিম হোটেলের কর্মীরাই যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে খেলোয়াড়রা নিরাপদ থাকবে কীভাবে! সুইডিশ কোচের কথায়, ‘‘১৭ জানুয়ারি সাতজন হোটেল কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল। কিন্তু ওরা আমাদের তা জানিয়েছে একদিন পর। পুরো একটা দিন এএফসি কী করছিল, আমরা জানি না। খেলোয়াড়দের তিনদিন অন্তর কোভিড পরীক্ষা হয়েছে। হোটেল কর্মীদের ৬ দিন ছাড়া পরীক্ষা হয়েছে। এর কারণ আমরা জানি না।”

Latest article