ফুটবলার সুরজিৎ এখনও সঙ্কটজনক

Must read

এখনও সঙ্কটজনক প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন এই উইঙ্গার। রাজ্য সরকারের উদ্যোগে সুরজিতের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের চিকিৎসকরাই প্রাক্তন ফুটবলারকে পর্যবেক্ষণে রেখেছেন। করোনা আক্রান্ত হয়েছেন সুরজিৎ (Surajit Sengupta)। এর সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ্যাপ ব্যবস্থার মাধ্যমে সুরজিতের শরীরে উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে। অক্সিজেনের মাত্রা ঘোরাফেরা করছে ৯৮ শতাংশের আশপাশে। এর পাশাপাশি তাঁকে রেমডিসেভির এবং স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে সুরজিতের চিকিৎসা চলছে। এ ছাড়াও তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যরা।

Latest article