স্বেচ্ছামৃত্যুর আবেদনে ধরনায় বসা ক্যান্সার, রোগীর চিকিৎসা হবে পুরপিতার উদ্যোগে

দেগঙ্গার বাসিন্দা সুজাউদ্দিন দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত।

Must read

প্রতিবেদন : হয় চিকিৎসার সুযোগ দিন, নয়ত স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিন। এই দাবি নিয়ে বুধবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরের সামনে ধর্নায় বসেছিলেন দীর্ঘদিন ধরে ক্যান্সারাক্রান্ত সুজাউদ্দিন মণ্ডল। খবর পেয়েই তাঁর পাশে দাঁড়ান বারাসতের ১৩ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি ডাঃ সুমিতকুমার সাহা। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি।

আরও পড়ুন-তৃণমূলের তারকা প্রচারক তালিকা

কাউন্সিলরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সুজাউদ্দিনের পরিবারের সদস্যরা। দেগঙ্গার বাসিন্দা সুজাউদ্দিন দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। অস্ত্রোপচারের জন্য কোথাও ভর্তি হতে না পেরে শেষে জেলাশাসকের দরবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে ধরনায় বসেন। জেলাশাসকের দফতরে জরুরি কাজে এসে এই খবর পান সুমিতবাবু। তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই রাজ্যবাসীর সেবায় কাজ করছেন। তাঁর সৈনিক এবং একজন চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। নিউটাউনের এইচসিজি ইকো সেন্টারে স্বাস্থ্যসাথী কার্ডে নিখরচায় চিকিৎসা হবে।

Latest article