যুবভারতীতে ফল বদলে দিতে চাই, হুঙ্কার হাবাসের

বুধবার দুপুরে ভুবনেশ্বর থেকে শহরে ফেরে মোহনবাগান। আজ বৃহস্পতিবার থেকে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রস্তুতি শুরু করছেন দিমিত্রি পেত্রাতোসরা।

Must read

প্রতিবেদন : আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র কাছে হার ভুলে ফিরতি ম্যাচে ফোকাস মোহনবাগানের। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের প্রতিশ্রুতি, রবিবার যুবভারতীতে ৬০ হাজার দর্শক-সমর্থকের উপস্থিতিতে ফল বদলে দিয়ে ফাইনালে উঠবে তাঁর দল। বুধবার দুপুরে ভুবনেশ্বর থেকে শহরে ফেরে মোহনবাগান। আজ বৃহস্পতিবার থেকে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রস্তুতি শুরু করছেন দিমিত্রি পেত্রাতোসরা।

আরও পড়ুন-দেবাংশুর গাড়িতে ধাক্কা-হামলা বিজেপি গুন্ডাদের

ভুবনেশ্বরে রয় কৃষ্ণদের কাছে ১-২ গোলে হারায় ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়েছে জনি কাউকোদের কাছে। রবিবার যুবভারতীতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে যদি দু’গোলের ব্যবধানে জিততে পারে মোহনবাগান, তাহলে আইএসএল ফাইনালে উঠবে লিগ-শিল্ডজয়ীরা। এক গোলের ব্যবধানে জিতলে প্রথমে অতিরিক্ত সময়ের খেলা, সেখানেও মীমাংসা না হলে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হবে।
ভুবনেশ্বরে দল যে ভাল খেলেননি তা স্বীকার করে নিয়েছেন লিস্টন কোলাসোদের কোচ। রক্ষণে হেক্টর ইয়ুস্তেদের পারফরম্যান্স নিয়ে হাবাস নিজের হতাশা গোপনও করেননি। রবিবারের ম্যাচের আগে রক্ষণ মেরামতির কাজ সারতে চান সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। ভুবনেশ্বরে হারের পর হাবাস বলেছেন, ‘‘আমরা ভাল খেলিনি। অনেক ভুল করেছে ছেলেরা। লিগ-শিল্ড জয়ের পর আমাদের মধ্যে হয়তো একটু গা ছাড়া ভাব এসে গিয়েছিল। এটা স্বাভাবিক। সেমিফাইনালে জিততে হলে একশো শতাংশ দিতেই হবে। তবে কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে।’’

আরও পড়ুন-পটের গান গেয়ে গরমে সচেতনতার বার্তা পিংলার পটশিল্পীদের

রক্ষণের ভুলত্রুটি নিয়ে হাবাস বলেছেন, ‘‘আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে। সঙ্ঘবদ্ধতা ছিল না। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে ভুলের মাশুল দিতে হয়েছে।’’ লাল কার্ড দেখায় আর্মান্দো সাদিকুকে রবিবারের মেগা ম্যাচে পাওয়া যাবে না। তাঁর জায়গায় হয়তো শুরু করবেন জেসন কামিন্স। ভুবনেশ্বরে ম্যাচের সেরা কৃষ্ণ কার্যত একাই লন্ডভন্ড করে দিয়েছেন সবুজ-মেরুন রক্ষণ। জয়সূচক গোলটিও তাঁর। রবিবার তাঁর পুরনো দলের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠে ওড়িশাকে ফাইনালে নিয়ে যেতে চাইবেন। ভুবনেশ্বরে ম্যাচের পর হাবাসের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গিয়েছে কৃষ্ণকে। পুরনো শিষ্যকে আটকানোর রণকৌশল তৈরি করতে হবে বাগানের স্প্যানিশ বসকে।

Latest article