টেট-এর আগের দিন বাতিল ৬৫টি লোকাল ট্রেন, আশঙ্কায় পরীক্ষার্থীরা

Must read

প্রতিবেদন : রবিবার রাজ্য জুড়ে প্রাথমিক টেট পরীক্ষা। কিন্তু হবু শিক্ষক-শিক্ষিকাদের জন্য আশঙ্কার খবর শোনাল রেল। টেটের ঠিক আগের দিন শনিবার হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য অপেক্ষা করছে চরম দুর্ভোগ। শনিবার ২৩ ডিসেম্বর হাওড়া-শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে কমপক্ষে ৬৫টি লোকাল ট্রেন। যার মধ্যে শিয়ালদহ মেন, শিয়ালদহ সাউথ, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে ৪৩টি লোকাল ট্রেন (Local Train) চলবে না। পাশাপাশি হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইনে বাতিল থাকবে ২২টি লোকাল ট্রেন। ট্র্যাক মেরামতির জন্য ট্রেনগুলি বাতিল করা হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
এদিকে, টেট পরীক্ষার ঠিক আগে রেলের এমন সিদ্ধান্তে শোরগোল পড়ে গিয়েছে। কয়েক লক্ষ পরীক্ষার্থী এবার টেটে বসতে চলেছেন। বেশিভাগ চাকরি প্রার্থীর পরীক্ষাকেন্দ্র বাড়ি থেকে অনেকটাই দূরে পড়েছে। ফলে ঝুঁকি না নিয়ে অনেকেই আগের দিন পরীক্ষা কেন্দ্রের আশপাশে পরিচিতদের বাড়ি গিয়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে আবার আগের দিন পৌঁছে হোটেল, লজ ভাড়া করে পরীক্ষাকেন্দ্রের কাছাকাছি থাকার চেষ্টা করছেন। কিন্তু শনিবার একের পর এক লোকাল ট্রেন বাতিল হওয়ার জন্য চরম অনিশ্চয়তার মুখে টেট পরীক্ষার্থীরা। রবিবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে আতঙ্কে ভুগছেন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের অধীনে থাকা দমদম জংশন স্টেশনে ট্র্যাক মেরামতির কাজ হবে। সেই সূত্রে এই আট ঘণ্টা লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকবে। তার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা। একইভাবে হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনেও ট্র্যাক সংস্কারের কাজ চলবে। যার জেরে এই দুই ডিভিশনে বাতিল থাকবে পাঁচ ডজনেরও বেশি ট্রেন (Local Train)।

আরও পড়ুন- আর্থিক প্রগতিতে সেরা কলকাতা

Latest article