প্রতিবেদন : ডুরান্ড কাপের জমকালো ট্রফি উন্মোচন হয়ে গেল ব্রিগেড ময়দানে। এশিয়ার সব থেকে প্রাচীন এই ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল চমক। অভিনবত্ব দেখাল প্রতিযোগিতার আয়োজক ভারতীয় সেনাবাহিনী। কলকাতা শহরের সব থেকে উঁচু বহুতল ৪২ বিল্ডিংয়ের ৬৫ তলা থেকে প্যারাশুট নিয়ে বেস জাম্প দিলেন দুই সেনাকর্তা।
আরও পড়ুন-দু’ম্যাচের জন্য নির্বাসিত হরমন
বিরূপ আবহাওয়ার কারণে প্রথমে বেস জাম্প স্থগিত রেখে আগে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান হয় ময়দানের ব্রিগেড গ্রাউন্ডে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা ট্রফি উন্মোচন করেন। সেই সময়ই বেস জাম্পের পরিকল্পনা ছিল। কিন্তু নাগাড়ে প্রবল বৃষ্টির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে আবহাওয়ার উন্নতি হলে পূর্ব ভারতের সব থেকে উঁচু বহুতলের ৬৫ তলা থেকে প্যারাশুটের মাধ্যমে বেস জাম্প দেন অবসরপ্রাপ্ত দুই সেনাকর্তা গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবের এবং লেফটেন্যান্ট কর্নেল সত্যেন্দ্র ভার্মা।
আরও পড়ুন-নতুন মরশুমে মেসিই নেতা, জানালেন কোচ
ট্রফি উন্মোচন করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘এবার ডুরান্ড কাপের ম্যাচ কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল মাঠেও হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছেন। রাজ্য সরকার গত তিন বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে মিলে টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সবরকমভাবে সাহায্য করে আসছে। এবারও টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হবে।’’ উল্লেখ্য, ৩ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ২৪টি দলকে নিয়ে চলবে এবারের ডুরান্ড কাপ।