দু’ম্যাচের জন্য নির্বাসিত হরমন

এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের পরবর্তী টুর্নামেন্ট এশিয়াড। আইসিসি-র ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত।

Must read

দুবাই, ২৫ জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অখেলোয়াড়োচিত আচরণের জন্য হরমনপ্রীত কৌরকে কড়া শাস্তি দিল আইসিসি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কে দু’ম্যাচের জন্য নির্বাসিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফলে আসন্ন এশিয়ান গেমসের প্রথম দু’টি ম্যাচে হরমনপ্রীত খেলতে পারবেন না।

আরও পড়ুন-নতুন মরশুমে মেসিই নেতা, জানালেন কোচ

গত শনিবার আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন। এমনকী, মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশ্যেও অঙ্গভঙ্গি করেন। এখানেই শেষ নয়, ম্যাচের পর টিভি ক্যামেরায় প্রকাশ্যে আম্পায়ারিংয়ের মান নিয়ে সমালোচনা করেন।

আরও পড়ুন-অতিবৃষ্টির প্রভাব, উত্তর ভারতে বাড়তে পারে দুধের দাম

মঙ্গলবার আইসিসি-র পক্ষ থেকে প্রেসবার্তায় জানানো হয়েছে, ব্যাট দিয়ে উইকেট ভাঙার শাস্তি হিসেবে আগেই তাঁকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। একই সঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। পরে প্রকাশ্যে আম্পায়ারদের সমালোচনা করার জন্য আরও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং ম্যাচ ফি-র আরও ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। চারটে ডিমেরিট পয়েন্ট পাওয়া মানেই দু’টি ম্যাচ নির্বাসনের শাস্তি।

আরও পড়ুন-বৃষ্টিই জিতে গেল : রোহিত

এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের পরবর্তী টুর্নামেন্ট এশিয়াড। আইসিসি-র ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে ভারত। কিন্তু দু’ম্যাচ নির্বাসিত হওয়ায় হরমনপ্রীত কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল খেলতে পারবেন না। একমাত্র দল যদি ফাইনালে ওঠে তাহলেই এশিয়াডে মাঠে নামার সুযোগ পাবেন।

Latest article