বৃষ্টিই জিতে গেল : রোহিত

সিরিজে মাত্র দু’ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েই ৯৮.৫০ গড়ে ১৯৭ রান করেছেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

Must read

পোর্ট অফ স্পেন, ২৫ জুলাই : বৃষ্টিতে পঞ্চম দিনের খেলা ভেস্তে না গেলে পোর্ট অফ স্পেনে ভারত-ই জিতত। সাফ জানাচ্ছেন রোহিত শর্মা। তাঁর আক্ষেপ, ‘‘আমরা জেতার জন্য ঝাঁপিয়েছিলাম। তাই চতুর্থ দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি জিতে গেল। তবে দলের পারফরম্যান্সে আমি খুশি।’’

আরও পড়ুন-অতিবৃষ্টির প্রভাব, উত্তর ভারতে বাড়তে পারে দুধের দাম

২০২৩-২৪ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম টেস্ট জিতে ১২ পয়েন্ট পেয়েছিল ভারত। পোর্ট অফ স্পেনে জিতলে আরও ১২ পয়েন্ট ঘরে আসত। কিন্তু ম্যাচ ড্র হওয়ায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ দু’দলই ৪ পয়েন্ট করে পেয়েছে। রোহিত অবশ্য হতাশ নন। তিনি বলছেন, ‘‘এই সিরিজে আমাদের প্রাপ্তি অনেক। যশস্বী, ঈশানদের মতো তরুণরা উঠে এসেছে। ঈশান এই টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাট করেছে। সিরাজ পাটা পিচেও প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে।’’

আরও পড়ুন-সিমেন্ট কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, তেলাঙ্গানায় মৃত ১

সিরিজে মাত্র দু’ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েই ৯৮.৫০ গড়ে ১৯৭ রান করেছেন বিরাট কোহলি। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। কিং কোহলির প্রশংসা করে রোহিত বলেন, ‘‘আমাদের ব্যাটিং লাইন আপে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা করে বিরাট। পরিস্থিতি অনুযায়ী কীভাবে ব্যাট করতে হয়, সেটা বিরাট এই সিরিজে দেখিয়েছে। আমাদের ব্যাটিংয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের চমৎকার মিশ্রণ রয়েছে।’’
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর সতীর্থদের সামনে তিনটে লক্ষ্য রেখেছেন রোহিত। তিনি বলেন, ‘‘আমরা তিনটে ফ্যাক্টরে জোর দিচ্ছি। এক, দলের ফিল্ডারদের সেরা হতে হবে। ক্যাচ নেওয়ার পাশাপাশি আউটফিল্ডেও ভাল ফিল্ডিং করতে হবে। দুই, কঠিন পরিস্থিতির জন্য বোলারদের সব সময় তৈরি থাকতে হবে। পিচ থেকে সুবিধে না পেলেও ভাল বোলিং করতে হবে। বিপক্ষের ২০ উইকেট তুলতে হবে। তিন, ব্যাটারদেরও সব ধরনের পরিস্থিতিতে নিজেদের মেলে ধরতে হবে। দরকারে মন্থর ব্যাটিং করতে হবে। আবার প্রয়োজন হলে চালিয়ে খেলতে হবে।’’

 

Latest article