৭ বিধানসভা করোনা শূন্য, উপনির্বাচনের জন্য কমিশনকে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের

Must read

করোনা বিধি মেনে বাংলা-সহ ৫ রাজ্যের বিভিন্ন কেন্দ্রের উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলির মতামত জানতে চেয়ে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল। এই মাসের ৩০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত জমা দিতে হবে বলে জ্ঞানান হয়েছিল। বাংলায় আগামী নভেম্বরের মধ্যে যে ৭টি কেন্দ্রে নির্বাচন বা উপনির্বাচন হওয়ার কথা, সেই কেন্দ্রগুলিএই মুহূর্তে কার্যত কোভিড শূন্য। তৃণমূল কংগ্রেস বিধানসভা ভিত্তিক সেই তথ্য নির্বাচন কমিশনকে জানাতে চলেছে ।

আরও পড়ুন- শহরে মিউটেশন ফি মকুব, তৈরি হবে নতুন জলপ্রকল্প, পুরবাজেটে ঘোষণা ফিরহাদের

এই মুহূর্তে উপনির্বাচন করতে গেলে করোনা যে কোনও বাধা নয়, সেই তথ্য বিধানসভা ভিত্তিক কমিশনের কাছে জমা দেবে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় এমনটাই জানিয়েছেন।

তিনি বলেন দল হিসাবে তৃণমূল কংগ্রেস সময়ের মধ্যেই নিজেদের মতামত জানিয়ে দেবে। রাজ্য সরকারের কাছে কমিশন মতামত চেয়েছে, তাই সেই তথ্যও সময়মতো জানিয়ে দেওয়া হবে।

Latest article