প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ (Kullu landslide)। ভয়াবহ পরিস্থিতি এই পাহড়ি রাজ্যের। বৃষ্টি-বন্যা-ধসে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ফের প্রাকৃতির রোষানলে পড়লেন হিমাচলবাসী। বৃহস্পতিবার কুলুতে ধসের জেরে ভেঙে পড়ল সাতটি বহুতল। নিমেষের মধ্যে মাটিতে মিশে গেল বাড়িগুলি। ওই এলাকায় এমন ঘটনা ঘটতে পারা বলে আগেই আশঙ্কা করেছিল প্রশাসন। সেই কারণে আগে থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছিল। তবে এর পরেও কেউ আহত বা নিহত হয়েছেন কিনা তা দেখা হচ্ছে।
হিমাচলে বাড়িগুলি ভেঙে পড়ার ভিডিও প্রকাশ্যে আসতেই আঁতকে উঠেছেন নেট নাগরিক। হিমাচল এবং উত্তরাখণ্ডে ফের একনাগাড়ে বৃষ্টির জেরে নতুন করে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১২ জনই হিমাচল প্রদেশের বাসিন্দা। গতকাল, বুধবার উত্তরাখণ্ডের পৌরি জেলায় প্রাণ হারিয়েছেন এক জন। উত্তরাখণ্ডে ধস নেমে এই মুহূর্তে ৪০০-র বেশি রাস্তা বন্ধ।
আরও পড়ুন-রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, যাত্রী তালিকায় ওয়াগনার গ্রুপের প্রধান
হিমাচল প্রদেশ (Kullu landslide) এবং উত্তরাখণ্ডে কমলা সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, হিমাচল প্রদেশের সিমলা-সহ ৬টি জেলায় অতি ভারী বৃষ্টি চলবে। বৃষ্টি-বন্যা-ভূমিধসের জেরে বহু ক্ষতি হয়েছে হিমাচলের পর্যটন বাণিজ্য। হিমাচলে বর্ষা প্রবেশের পর থেকে এখনও পর্যন্ত মোট ২৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪০ জনের বেশি। ধস নেমেছে ৭০০-র বেশি রাস্তায়।