রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, যাত্রী তালিকায় ওয়াগনার গ্রুপের প্রধান

জল্পনা প্রথম থেকে থাকলেও এবার সিলমোহর দিল রাশিয়া। সরকারিভাবে জানানো হল, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিগোজিনের।

Must read

রাশিয়ায় (Russia) সাত জন যাত্রী এবং তিন জন পাইলটকে নিয়ে যাচ্ছিল বিমানটি। মস্কো (Moscow) থেকে ১০০ কিলোমিটার উত্তরে টিভের এলাকায় গিয়ে হঠাৎ করেই সেটা ভেঙে পড়ে। কেন এই বিমান ভেঙে পড়ল সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন-এনসিএ-তে প্রস্তুতি শিবির শুরু আজ

রাশিয়ার এক কুখ্যাত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন (Yevgeny Prigozhin) এই বিমানে ছিল বলে খবর। মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ গামী এই বিমান বুধবার ভেঙে পড়েছে। সেই বিমানের যাত্রী তালিকায় ইয়েভগেনি প্রিগোজিনের নাম রয়েছে। প্রিগোজিন সশস্ত্র বাহিনী ওয়াগনারের প্রধান। এই বাহিনী পুতিনের হয়ে অনেকদিন ধরেই কাজ করেছে। ইউক্রেন যুদ্ধের প্রথম সারিতে ছিল এই বাহিনী। কিন্তু কয়েক মাস আগে রাশিয়ার সেনার বিরুদ্ধে ওয়াগনারের সদস্যরা বিদ্রোহ করেছিল। এই ঘটনার পরেই পুতিনের রোষে পড়েন প্রিগোজিন।

আরও পড়ুন-আট বছরের ইমরানের জীবন ফেরাল মেডিক্যাল কলেজ

তবে কাল রাত পর্যন্ত তার মৃত্যু নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। যাত্রী তালিকায় প্রিগোজিন এর নাম ছিল, কিন্তু তিনি বিমানে চেপেছিলেন কি না তা এখনও স্পষ্ট হয়নি। সূত্রের খবর, ওই বিমান প্রিগোজিনের ব্যক্তিগত বিমান ছিল বলে । রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রকের তরফে আজ জানানো হয়, সেন্ট পিটার্সবার্গগামী বিমানে ৩ ক্রু সদস্য সহ ছিল ১০ জন যাত্রী। একজন ছিলেন ইয়েভগেনি প্রিগোজিন। দিমিত্রি উটকিনেরও নাম যাত্রী তালিকায় রয়েছে। জল্পনা প্রথম থেকে থাকলেও এবার সিলমোহর দিল রাশিয়া। সরকারিভাবে জানানো হল, বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিগোজিনের।

Latest article